বিষয়: উপজেলা পর্যায়ের স্ব-স্ব সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদকরণের লক্ষ্যে তথ্য প্রেরণ।
উপরিউক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, গত ২০ এপ্রিল ২০১৮ খ্রি. তারিখের মধ্যে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করার জন্য উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আপনার দপ্তর/কার্যালয়ের ওয়েব পোর্টাল পর্যালোচনা করে দেখা যায় যে, সংযুক্ত ছকের তথ্য হালনাগাদ করা হয় নি।
২. এমতাবস্থায়, আপনার দপ্তর/কার্যালয়ের তথ্য হালনাগাদ করার জন্য সংযুক্ত ছকের তথ্যাবলি Nikosh Font/ Unicode/ Bijoy Unicode এ সফট কপি (Microsoft Office Document) এই কার্যালয়ে সরাসরি অথবা unoborhanuddin@gmail.com এ আগামী 10 মে ২০১৮ খ্রি. তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণের জন্য অনুরোধ জানানো হলো।
সংযুক্তি: বর্ণনামতে তথ্য ছক ও প্রোফাইল তৈরির ছক -২ পৃষ্ঠা
বিস্তারিত সংযুক্ত: ফাইল দেখুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস