সভাপতি: জনাব জসিমউদ্দিন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন, ভোলা ।
স্থান: উপজেলা নির্বাহি অফিসারের সম্মেন কক্ষ ।
তারিখঃ ১৭-০২-২০১৪ খ্রিঃ, রোজ - সোমবার, সময় : সকাল-১১.০০ ঘটিকা।
ক্র:নং | আলোচনার বিষয়বস্তু | সিদ্ধান্ত | বাস্তবায়নে |
১. | বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) তহবিল হতে প্রকল্প বাস্তবায়ন সর্ম্পকে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন ।
উপজেলা প্রকৌশলী,বোরহানউদ্দিন সভায় জানান যে,২০১৩-২০১৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা (এডিপি)খাতের চার কিস্তিতে এবং গত অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত অর্থ সহ সমুদয় বরাদ্দের প্রকল্প চুড়ান্ত করে টেন্ডার আহবান করা হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক তদারকীর মাধ্যমে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করার জন্য সভাপতি মহোদয় সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। অত্র উপজেলায় বর্তমানে বাস্তবায়নাধীন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চলছে বলে উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলাপ হয়। |
২০১৩-১৪ অর্থ বছরের জন্য গৃহীত এডিপি প্রকল্পসমুহ দ্রুত বাস্তবায়ন করার জন্য সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
|
১.উপজেলা প্রকৌশলী, এলজিইডি,বোরহানউদ্দিন
|
২. | কৃষি বিভাগ উপজেলা কৃষি কর্মকর্তা, বোরহানউদ্দিন জানান যে, অত্র উপজেলার বিভিনন ইউনিয়নে ইরি-বোরো চাষাবাদ শুরু করা হয়েছে। গত বছর জোঁয়ারের পানিতে এ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ফসল জোঁয়ারের পানিতে বিনষ্ট হয়েছিল। এ ব্যাপারে চেয়ারম্যান উপজেলা পরিষদ মহোদয় জানান যে, ইতোমধ্যেই বেড়ীবাধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আশা করা যায় বর্ষা মৌসুমের পুর্বেই কাজ শেষ করা হবে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিক ভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই। |
১. বর্তমান বছরের ইরি- বোরো চাষীদেরকে উঠতি ফসলের রোগ বালাই প্রতিরোধের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ করা হয়।
|
১। উপজেলা কৃষি কর্মকর্তা,বোরহউদ্দিন |
৩. | উপজেলা ত্রাণ ও পুর্নবাসন দপ্তরঃ
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্ম সংস্থান কর্মসৃজন কর্মসুচীর প্রথম পর্যায়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি নিজে প্রকল্পসমূহ নিয়মিতভাবে তদারকী করছেন। কাজের গুণগত মান ভাল । ইতোমধ্যেই অধিকাংশ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। নিয়োগকৃত ট্যাক অফিসারগণকে প্রকল্পসমূহ নিয়মিতভাবে তদারকী পুর্বক শতভাগ কাজ নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অনুরোধ জানান। |
১. অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় বর্তমান ২০১৩-১৪ অর্থ বছরে বাস্তায়নের নিমিত্তে গৃহীত প্রকল্পসমূহ নিয়মিতভাবে তদারকী করে শতভাগ কাজ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
১. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহানউদ্দিন
২. চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ |
৪. | মৎস্য বিভাগঃ উপজেলা মৎস্য কর্মকর্তা, বোরহানউদ্দিন জানান যে, সরকার কর্তৃক আগামী মার্চ-এপ্রিল/১৪ এ দুই মাস নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন করার আহবান জানান সকলের সহযোগিতা কামনা করেন। জাটকা ইলিশ ধরা রোধ করতে না পারলে বড় ইলিশ পাওয়া যাবেনা । নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সে সাথে কোষ্টগার্ড মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করবে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলাপ হয়। |
১. সরকার কর্তৃক নিষিদ্ধকালীন সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা রোধ কল্পে নদী তীরবর্তী জেলেদের সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা মৎস্য কর্মকর্তা, বোরহানউদ্দিন |
৫. | উপজেলা মাধ্যমিক শিক্ষাঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বোরহানউদ্দিন সভায় জানান যে, ২০১৪ সালের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই সমুহ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। তাছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শণ কাজ অব্যাহত রয়েছে এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে। সভায় এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়। |
১. শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমুহ পরিদর্শণ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
|
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বোরহানউদ্দিন |
৬. | প্রাথমিক শিক্ষা বিভাগঃ
উপজেলা শিক্ষা অফিসার, বোরহানউদ্দিন জানান যে, ইতোমধ্যেই ২০১৩ সালের প্রাথমিক সমার্পনী (পিএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় মোট ১১০ টি বৃত্তি পেয়েছে যার মধ্যে ৩৬টি টেলেন্টপুল বৃত্তি রয়েছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে। |
১. শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানসমুহ পরিদর্শণ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা শিক্ষা অফিসার, বোরহানউদ্দিন
|
৭. | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগঃ
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বোরহানউদ্দিন জানান যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য বিভাগের একটি অগ্রাধিকার ভিওিক সেবা প্রকল্প। যার মাধ্যমে দরিদ্র নারী এবং শিশুকে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। উপজেলার সকল সিএইচসিপিদেরকে ল্যাপটব সরবরাহ দেয়া হয়েছে। এসব ল্যাপটবের মাধ্যমে সিএইসিপি ও স্বাস্থ্য সহকারীগণ (ডিএইচআইএস২) সফটওয়্যারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্যাদি প্রেরন করবেন। গত মাসে ৮২ হাজার টার্গেট করে প্রায় ৮৫ হাজার শিশুকে হাম -রুবেলা টিকা দেয়া হয়েছে। পোলিও টিকাদানের লক্ষমাত্রা ছিল ৩৫১৪১ জন অগ্রগতি ৩৩৫৭২ জন শিশুকে প্রদান করা হয়েছে। টিকাদান কর্মসুচী বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান যে, বোরহানউদ্দিন হাসপাতালে বর্তমানে ৮ জন চিকিৎসক কর্মরত আছেন তম্মধ্যে বিভিন্ন কারনে ৩ জন অনুপস্থিত রয়েছেন। বাকী ৫জন চিকিৎসক দ্বারা বর্তমানে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে। |
১.স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে হবে।
২. কমিউনিটি ক্লিনিক নিয়মিতভাবে পরিদর্শণ পুর্বক চিকিৎসা সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩। হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান হয়।
|
১.উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।
|
৮. | পরিবার পরিকল্পনা বিভাগঃ
পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সভায় জানান যে, পরিবার পরিকল্পনা গ্রহনের জনগণকে আগ্রহী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে উদ্ধুদ্ধকরন সভা করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হবে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সন্তোষজনক ভাবে চলছে। |
পরিবার পরিকল্পনা গ্রহনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাঠকর্মীদের আরো জোড় তৎপরতা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপঃ পঃ পঃ কর্মকর্তা, বোরহানউদ্দিন |
৯. | উপজেলা প্রানী সম্পদ বিভাগঃ
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, বোরহানউদ্দিন সভায় জানান যে, প্রাণি সম্পদ বিভাগের মাধ্যমে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে গবাদি পশু ও হাস-মুরগীর ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত আছে। আপাতত কোন সমস্যা নেই। অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে।
|
প্রানী সম্পদ এর রোগ-বাইলাই প্রতিরোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহনের জন্য অনুরোধ করা হয়। নিয়মিতভাবে পশু পাখির ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার জন্য সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, বোরহানউদ্দিন। |
১০. | জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ
উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বোরহানউদ্দিন সভায় সভায় জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরের এডিপির বরাদ্দের আওতায় অত্র উপজেলায় ৬৫টি নলকূপ পাওয়া গেছে ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়ন পরিষদের মধ্যে বন্টণ করা হয়েছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে । | ৬৫টি নলকুপ দ্রুত নির্ধারিত এলাকায় বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয। |
উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বোরহানউদ্দিন
|
১১. | উপজেলা সমাজ সেবা দপ্তরঃ
উপজেলা সমাজসেবা অফিসার, বোরহানউদ্দিন সভায় জানান যে, বোরহানউদ্দিন উপজেলার প্রতিবন্ধীদেরকে আগামী ২৫-২-২০১৪খ্রিঃ তারিখে ডাক্তরী পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। তালিকা ভুক্ত সকল প্রতিবন্ধীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। ভাতাদি বিতরণ কাজ সঠিকভাবে চলছে। |
নিয়মিতভাবে যাবতীয় ভাতাদি বিতরণ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
|
উপজেলা সমাজসেবা অফিসার, বোরহানউদ্দিন।
|
১২ | বিআরডিবিঃ
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বোরহানউদ্দিন সভাকে জানান যে, একটি বাড়ী একটি খামার প্রকল্প বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। বর্তমানে অত্র উপজেলার ৯টি ইউনিয়ন এ প্রকল্পের আওতায় এসেছে। সমিতি গঠন করার কার্যক্রম চলছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সন্তোষজনক ভাবে চলছে বলে জানান। | নিয়মিতভাবে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ঋণের টাকা আদায় ও ঋনদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ২. নতুনভাবে অন্তর্ভুক্ত ৫টি ইউনিয়নে সমিতি গঠন করে তালিকা দাখিল করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বোরহানউদ্দিন |
১৩. | উপজেলা মহিলা বিষয়ক দপ্তরঃ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জানান যে, বোরহানউদ্দিন উপজেলায় বাল্য বিবাহ প্রকট আকার ধারন করেছে। অনেক স্কুল-মাদ্রাসায় অধ্যায়নরত নাবালক মেয়েদেরকে বিবাহ দেয়া হচ্ছে । জম্ম নিবন্ধন কার্ডে বয়স বেশী দেখিয়ে কাজীগণ বিবাহের রেজিষ্ট্রশন করছেন বলে জানা যায়। সঠিক বয়স না দেখে জম্ম নিবন্ধন সাটিফিকেট না দেয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান এবং সহানীয় কাজীদেরকে সমন্বয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করার মতামত ব্যক্ত করা হয়। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলাপ হয়। |
বাল্য বিবাহ রোধ কল্পে সঠিক বয়স দেখে জম্ম নিবন্ধন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
১. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বোরহানউদ্দিন
২. চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ। |
১৪. | উপজেলা যুব উন্নয়নঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বোরহানউদ্দিন জানান যে, বিভাগীয় কার্যক্রম সঠিক ভাবে চলছে। সংশ্লিট দপ্তরের মাধ্যমে বাল্য বিবাহ রোধ কল্পে মহিলাদেরকে সচেতন করা হচ্ছে। তাছাড়া বেকার যুবক ও যুবমহিলাদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। বিভাগীয় কার্যক্রম সঠিকভাবে চলছে বলে জানান। |
শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন প্রশিক্ষণ আয়োজন ও নিমিত ঋণদান কর্মসুচী চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বোরহানউদ্দিন |
১৫. | বন বিভাগঃ
বন বিভাগের কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় বিভাগীয় কর্মকান্ড সর্ম্পকে অবহিত হওয়া যায়নি। |
আগামী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। |
উপজেলা বন কর্মকর্তা, বোরহানউদ্দিন |
১৬. | উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরঃ
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যে, শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় বোরানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ও গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ চলছে। কাজের গুণগতমান ভাল। নিয়মিতভাবে তদারকী কার্যক্রম চলমান রয়েছে। বিভাগীয় কর্মকান্ড সঠিক ভাবে চলছে আপাতত কোন সমস্যা নেই। |
ভবন নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার স্বার্থে নিয়মিতভাবে তদারকী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়। |
উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বোরহানউদ্দিন |
১৭. | উপজেলা খাদ্য বিভাগঃ
সভায় উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা জানান যে, তার বিভাগীয় কার্যক্রম সঠিকভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই। |
নিদিষ্ট সময়ের মধ্যে সকল জিডি/ভিভিএফ এর মালামাল ছাড় করার জন্য অনুরোধ করা হয়। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বোরহানউদ্দিন |
১৮. | আনসার ও ভিডিপিঃ
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, গ্রাম ভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। আপাতত কোন সমস্যা নেই।
|
পুলিশের পাশা পাশি আনসার ও ভিডিপি সদস্যদের এলাকার আইন শৃংখলা রক্ষায় ভুমিকা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বোরহানউদ্দিন |
১৯. | উপজেলা সমবায় বিভাগঃ
উপজেলা সমবায় কর্মকর্তা, বোরহানউদ্দিন সভায় জানান যে, বিভাগীয় কার্যক্রম বিশেষ করে বিভিন্ন সমবায় সমিতির অডিট কার্যক্রম সম্পাদন সঠিকভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলাপ হয়। |
নিয়মিতভাবে সমবায় সমিতির কার্যক্রম ও অডিট সম্পাদন সহ সঠিক সমিত নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় |
উপজেলা সমবায় অফিসার, বোরহানউদ্দিন। |
২০. | উপজেলা পরিসংখ্যান বিভাগঃ
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে, কৃষি বিভাগের সাথে যৌথভাবে বোরহানউদ্দিন উপজেলায় আমন ধান উৎপাদন বিষয়ে মাঠ পর্যায়ে জরীপ কাজ চালানো হয়েছে । আপাতত কোন সমস্যা নেই। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে। |
উপজেলা বিভিন্ন তথ্যাদি সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়। |
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, বোরহানউদ্দিন |
২১ | উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর, উপজেলা রির্সোস সেন্টার, বোরহানউদ্দিন সভাকে জানান যে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত আছে। |
নিয়মিত ভাবে প্রশিক্ষন কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। |
ইন্সট্রাক্টর, উপজেলা রির্সোস সেন্টার, বোরহানউদ্দিন |
২২ | বিবিধ : উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ব্যান্সডক ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা-এর ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক গভার্নমেন্ট ফেইজ-২ ইনফোসরকার এর অধীনে স্মারক নং ৫৬.০১.০০০০.১১৩.১১.০০১.২০১৩-৫২, তারিখ : ২১/১০/২০১৩খ্রি.- এ প্রত্যেক উপজেলায় আউটসোসিং-এর মাধ্যমে একজন ‘উপজেলা টেকনিশিয়ান’ নিয়োগের নির্দেশনার আলোকে অত্র উপজেলায় বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে “মেসার্স ভোলা কম্পিউটার সিস্টেম”, বি.এ.বি.এস রোড, ইনারী মার্কেট, ভোলা’কে নির্বাচন করা হয়। উক্ত নির্বাচিত প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের বিষয়ে উপজেলা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন আবশ্যক। | ১. বিস্তারিত আলোচনান্তে উক্ত নির্বাচিত প্রতিষ্ঠান “মেসার্স ভোলা কম্পিউটার সিস্টেম”, বি.এ.বি.এস রোড, ইনারী মার্কেট, ভোলা’কে কার্যাদেশ প্রদানের জন্য সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হলো ও গৃহীত হলো।
২. উক্ত কার্যাদেশ প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন, ভোলা’কে অনুরোধ জানানো হলো। | সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
অতঃপর সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
| স্বাক্ষরিত/- ১৭/০২/২০১৪খ্রি:
(জসিমউদ্দিন) চেয়ারম্যান উপজেলা পরিষদ বোরহানউদ্দিন, ভোলা। |
স্মারক নং -উনিঅ/বোর/২০১৪ - তারিখ : ১৭ এপ্রিল ২০১৪খ্রিঃ
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরন করা হলোঃ
১. মাননীয় জাতীয় সংসদ সদস্য, ভোলা-২।
২. সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৪. বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, বরিশাল।
৫. জেলা প্রশাসক, ভোলা।
অবগতি ও কার্যার্থেঃ
৬. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন, ভোলা।
৭. মেয়র, বোরহানউদ্দিন পৌরসভা,বোরহানউদ্দিন, ভোলা ।
৮. মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন।
৯. উপজেলা ......................................................................কর্মকর্তা (সকল)।
১০. চেয়ারম্যান, ....................................................................ইউনিয়ন পরিষদ
১১. জনাব .......................................................................... সদস্য উপজেলা পরিষদ ।
১২. দপ্তর নথি ।
|
| (মোঃ জাহাঙ্গীর হোসেন) উপজেলা নির্বাহী অফিসার বোরহানউদ্দিন, ভোলা। '০৪৯২২-৫৬১০৩ Email : unoborhanuddin@mopa.gov.bd |
অতঃপর সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
|
(জসিমউদ্দিন) চেয়ারম্যান উপজেলা পরিষদ বোরহানউদ্দিন, ভোলা। |
স্মারক নং -উনিঅ/বোর/২০১৪ - (৫০) তারিখঃ /০৩/২০১৪ খ্রিঃ ।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরন করা হলোঃ
১। মাননীয় জাতীয় সংসদ সদস্য ভোলা-২।
২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩। জেলা প্রশাসক, ভোলা।
অবগতি ও কার্যার্থেঃ
৪। উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন,ভোলা ।
৫। মেয়র ,বোরহানউদ্দিন,পৌরসভা ।
৬। মহিলা ভাইস-চেয়ারম্যান,উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন।
৭। উপজেলা......................................................................কর্মকর্তা(সকল)।
৮। চেয়ারম্যান....................................................................ইউনিয়ন পরিষদ।
৯। জনাব ..........................................................................সদস্য উপজেলা পরিষদ ।
১০। দপ্তর নথি ।
|
| চেয়ারম্যান উপজেলা পরিষদ বোরহানউদ্দিন, ভোলা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস