Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Hospital & Clinic
Hospital / Clinic Address
Borhanuddin, Bhola.
List of Services

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এটি একটি ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল।

যোগাযোগ: ডা: তপতী চৌধুরী, উপজেল স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা

মোবাইল: ০১৭৩৬০০৩৪৯৫

কমিউনিটি ক্লিনিক

বোরহানউদ্দিন উপজেলার চালুকৃত ২৭ টি কমিউনিটি ক্লিনিকে  সপ্তাহে  ৬ দিন  সকাল ৯ টা থেকে  বিকাল ৩টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ইপিআই

কমিউনিটিতে নিয়মিত ইপিআই সেশনে  শিশুদের ৮ টি রোগের ভ্যাকসিন নিয়মিত প্রদান করা হয় এবং মহিলাদের সিডিউল অনুয়ায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনাতা সৃষ্টি করা হয়।

জাতীয় টিকা দিবস

বছরে ২ রাউন্ডে জাতীয় টিকাদিবসে  ০-৫ বছরের সকল শিশুকে পোলিও টিকা প্রদান করা হয়। এই পোলিও টিকার মাধ্যমে পোলিওমুক্ত বাংলাদেশ গঠনে স্বাস্থ্য বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

বছরে ২  বার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ কমিউনিটিতে  ১ - ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল  খাওয়ানো হয়।

কৃমি নিয়ন্ত্রন

বছরে ২ বার  সকল শিশুকে  কৃমিনাশক বরি খাওয়ানো হয় এবং কৃমিনিয়ন্ত্রন সপাহের মাধ্যমে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৬ - ১২ বছরের সকল ছাত্র ছাত্রীদের কৃমি নাশক বরি খাওয়ানো হয।

যক্ষ্মা

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কফ পরীক্ষার মাধ্যমে যক্ষ্মারোগী সনাক্ত করা হয় এবং সনাক্তকৃত যক্ষ্মা রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।